1. yellowhost.club@gmail.com : Tara Bangla News :
  • মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন

কবি শঙ্খ ঘোষের জীবনাবসান

  • আপডেট: বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১৬৭

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি শঙ্খ ঘোষ আর নেই। শক্তিমান এ কবির বয়স হয়েছিলো ৯০ বছর।

বুধবার (২১ এপ্রিল) সকালে নিজ বাড়িতেই জীবনাবসান হয় বর্ষীয়ান ওই কবির।

এর আগে গত ১২ এপ্রিল থেকে সর্দি কাশিতে ভুগছিলেন কবি শঙ্খ ঘোষ। পরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই হোম আইসোলেশনেই চলছিলো তার চিকিৎসা।

এদিকে বর্ষীয়ান ওই কবির মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি শোকবার্তা বলেন, বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন, আমি গভীর শোকাহত এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। রাষ্ট্রীয় সম্মানে তাকে বিদায় জানানো হবে। যদিও তিনি এসব পছন্দ করতেন না। তার করোনা শনাক্ত হয়েছিলো। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি যথাযথ ব্যবস্থা নিতে।

নিউজটি শেয়ার করতে পারেন....

এই ক্যাটাগরির আরো নিউজ...