সৌদি আরবে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হওয়ার খবর প্রকাশ হয়েছে। হামলায় আহত ১০ জনের মধ্যে তিন জন বাংলাদেশি ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএর বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার (৮ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জিযানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে এ হামলা হয়েছে বলে জানিয়েছে এসপিএ। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে- ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ ঘটনার জন্য দায়ী।
সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা এসপিএকে জানিয়েছেন, হামলায় বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ ‘লাদেন ড্রোন’ ব্যবহার করেছে দুর্বৃত্তরা।
আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও ৬ সৌদি ও এক সুদানি নাগরিক রয়েছেন।