অসুস্থ্যতা পিছু ছাড়ছে না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া‘র। কিছুদিন সুস্থ্য থাকলেই পুনরায় অসুস্থ্যতা ভর করছেন। সবশেষ জ্বর নিয়ে আবারো হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তবে দলের নেতাকর্মীদের জন্য সুখবর হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফিরছেন। আজ রবিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।
বিএনপি সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ৩০ মিনিটে হাসাপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া।
গত ১২ অক্টোবর ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দিলে কয়েক মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ তার ছয় মাসের সাজা স্থগিত করে মুক্তি দেয়। এরপর আরও তিন দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার।