আগাম জামিনের আবেদন করেছেন সাংবাদিক শাকিল আহমেদ। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে। আবেদনটি শুনানির জন্য আদালতের কার্যতালিকার ৫০১ নম্বরে রয়েছে।
নারী নির্যাতন আইনে মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন ৭১ টিভির সাংবাদিক শাকিল আহমেদ।
রাজধানীর গুলশান থানায় বৃহস্পতিবার রাতে ৭১ টিভির বার্তাপ্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলাটি করেন এক নারী চিকিৎসক।
মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা ও দণ্ডবিধির ৩১৩ ধারায় শাকিল আহমেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এর আগে ৩ নভেম্বর শাকিল আহমেদের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ওই নারী। রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনটি করার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।